চীন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের তৈরি কিছু কিছু মোটরযানের ওপর তারা নতুন শুল্ক ধার্য্য করবে। এটিকে যুক্তরাষ্ট্র-চীন বানিজ্য সম্পর্কের জন্যে সর্বসাম্প্রতিক একটা পরীক্ষা বলে পরিগণিত হচ্ছে। চীনের বানিজ্য মন্ত্রণালয় থেকে বুধবার জানানো হয যে আমদানি করা যাত্রী মোটর এবং ২ দশমিক ৫ লিটারের চেয়ে বেশি শক্তির ইঞ্জিন বিশিষ্ট স্পোর্টস ইউটিলিটি মোটরযানের ওপর তারা দুই থেকে আড়াই শতাংশ মাত্রায় আমদানী শুল্ক ধার্য্য করবে । চীনের ঐ মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মোটরযান উত্পাদন মুল্যের চেয়েও কম দামে ঢালাও ভাবে স্তুপিকৃত করা হচ্ছে চীনের বাজারে এবং এতে চীনের মোটর নির্মাতারা বিস্তর ক্ষতির সম্মুখিন হচ্ছেন, বিধায় এই নতুন আমদানি শুল্ক ধার্য্য করা হচ্ছে। এই শুল্ক ধার্যের প্রভাব পড়বে জেনারেল মোটর্স, ক্রাইসলার, ফোর্, মার্সেডিস বেনস ইউ এস ইন্টারন্যাশনাল, বি এম ডাব্লু ম্যানুফ্যাকচারিং এবং আমেরিকান হোন্ডা মোটরের তৈরি গাড়ির ওপরে।
বিশ্বের সবচেয়ে বড়ো দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন বেশ কিছু বিষয় নিয়ে বানিজ্য বিরোধে আটকিয়ে রয়েছে।