চীনের চেঙ্গদুতে উবার ট্যাক্সি নিয়ে তদন্ত চলছে

চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চেঙ্গদুতে চীনা কর্মকর্তারা উবারের দপ্তর পরিদর্শন করেছেন । এটি মোবাইল ট্যাক্সি সার্ভিসের ব্যাপারে ব্যাপক তদন্তেরই অংশ।

চেঙ্গদুর পরিবহন কমিশনের একজন মুখপাত্রী বলছেন যে বুধবার এই পরিদর্শনের সময়ে কর্মকর্তারা সাক্ষাৎকার নেন এবং তথ্য সংগ্রহ করেন। তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

গত সপ্তায় পুলিশ দক্ষিণের গুয়াংঝো শহরে উবার দপ্তরে অভিযান চালায় । রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম জানায় যে কর্মকর্তারা এই ব্যাপারটি তদন্ত করে দেখছিলেন যে কোম্পানীটি লাইসেন্স প্রা্প্ত কি না।

উবার বেইজিং এবং শাংহাই সহ চীনের ন’টি শহরে চালু আছে । তবে উবার ব্যবহারকারীদের সংখ্যা অনেক কম।

অসম প্রতিযোগিতার জন্য উবার বিভিন্ন দেশে মামলার সম্মুখীন । চালকদের বুঝে শুনে নিয়োগ না দেওয়ার ব্যাপারেও অভিযোগ উঠে এসছে।