রবিবার দুপুরে চীনের দক্ষিণাঞ্চলে এক শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানে। তীরবর্তী এলাকায় প্রচন্ড ঝড় হয়, এবং হাজার হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে ফেলা হয়।
জাতীয় আবহাওয়া দফতর বলেছে সামুদ্রিক ঝড় মুজিগেইতে ঘন্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়। আবহাওয়া দফতর আরও বলেছে ওই ঝড়ে সোমবার সকাল পর্যন্ত কিছু কিছু এলাকায় ২৮০ মিলিমিটার বৃষ্টি হবে।
গুয়াংডং এবং হাইনান প্রদেশে ঝড়ের সবচাইতে বেশি প্রকোপ দেখা যাবে।
এমন সময় ঝড় হচ্ছে যখন সেখানে জাতীয় দিবস উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপী ছুটি। অবকাশ বিনোদনের ওই হাইনান দ্বীপে হাজার হাজার মানুষ গেছে ছুটি কাটানোর জন্য।
কর্মকর্তারা বলেছেন ৪০ হাজার নৌকা বন্দরে ফিরে গেছে মুজিগেই’র কারণে।