চীনে তিন লক্ষ সৈন্য কমানোর ঘোষণা

চীনের প্রেসিডেন্ট Xi Jinping দেশটির সেনাবাহিনী থেকে তিন লক্ষ সদস্য কমানোর পরিকল্পনা ঘোষনা করেছেন। বৃহস্পতিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাথে জয়ের স্মৃতির স্মরনে অনুষ্ঠিত বৃহৎ এক সামরিক কুজকাওয়াজে তিনি বিশ্বের বিশাল সেনাবাহিনী থেকে সদস্য কমাণোর ঘোষনা দেন।

বেইজিং এর তিয়েনমেন স্কয়ারে উর্ধ্বতন সেনা সদস্য এবং সরকারী নেতাদের উপস্থিতিতে ঘন্টা খানেকের এই প্যারেডে ট্যাংক, ব্যালিষ্টিক মিসাইল, ড্রোনস সহ সুসজ্জিত সেনারা প্যারেডে অংশ নেন। আর প্রেসিডেন্ট Xi এই প্যারেডকে অভিহিত করেছেন শান্তির প্রতি চীনের একনিষ্ঠতা হিসাবে।

চীনের প্রেসিডেন্ট বলেন— শান্তির স্বার্থে চীন শান্তিপূর্ন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা চীনারা শান্তি ভালবাসি। দেশটি যত শক্তিশালীই হোক না কেন, চীনকে কথনোই দেখা যাবে না কর্তৃত্ব ও সম্প্রসারনে।

চীনের অতীত দু:খ কষ্ট এবং তা থেকে নেয়া শিক্ষার স্মরনে প্যারেডে ৭০ বার তপোধ্বনি এবং কয়েক হাজার বনকপোত ও বেলুন উড়ানো হয়।