চীনের কর্তৃপক্ষ শুক্রবার রাজধানী বেইজিং-এ মারাত্মক ধরনে ধোঁয়াশা শুরু হবে বলে সর্তকতা জারি করেছে। এটা নিয়ে দ্বিতীয়বারে মত তারা সর্বোউচ্চ মাত্রার রেড এলার্ট জারি করল।
আবহাওয়ার খবরে বলা হয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চীনের উত্তরাঞ্চলে ঘন ধোঁয়াশা ছেয়ে থাকবে ।তারা আরও বলছে নিরাপদ দূষণের মাত্রার চাইতে এই দূষণের মাত্রা ২০ গুন বেশী হবে।
রেড এলার্টের কারণে স্কুল এবং বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাস্তায় বেসরকারি কার চলাচল বন্ধ রাখা হবে।