চীনের ইয়াংজি নদীতে জাহাজডুবি, ৫টি মৃতদেহ সহ ২০ জন উদ্ধার

মধ্য চীনের ইয়াংজি নদীতে জাহাজডুবিতে নিহত ৫ জনের মৃতদেহ সহ ২০ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ৪৫০জন মানুষ নিয়ে ইয়াংজি নদীতে প্রবল বৃষ্টি ও ঝড়ের কবলে ড়ড়ে জাহাজটি ডুবে যায়।

ধারণা করা হচ্ছে বহ যাত্রী ডুবন্ত জাহাজের ভেতরে আটকা পড়েছেন। উদ্ধারকারীরা জানান তারা কেবিনের ভেতর থেকে মানুষের চিৎকারের শব্দ পেয়েছেন।

দুর্ঘটনার কারন স্পষ্ট জানা যায়নি। ডংফাংজিশিং বা পূর্বের তারকা নামের এ জাহাজটি নানজিং থেকে চংগিং যাচ্ছিল। প্রধানমন্ত্রী লি কেকিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং দুর্ঘটনা কবলিতদের দ্রুত উদ্ধারে উদ্ধারকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।