চীন কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা সোমবার অস্বীকার করে বলেছে, তারা আসলে পুনরায় ব্যবহারযোগ্য একটি মহাকাশযান পরীক্ষা করেছেI
দি ফাইনান্সিয়াল টাইমস পত্রিকা জানিয়েছিল যে অগাস্ট মাসে চীন একটি পরমাণু ক্ষমতাধর হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তার কয়েকদিন পরে পররাষ্ট্র দপ্তর এই মন্তব্য করেI
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, আকাশযান প্রযুক্তি খরচ কমাবে এবং মহাকাশকে শান্তিপূর্ণভাবে ব্যবহারে মনুষ্য সমাজকে সহজ পন্থার কথা জানাবেI
যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সোমবারের এই রিপোর্ট সম্পর্কে কোনো মন্তব্য করেননিI তবে বর্তমানে জর্জিয়া সফররত অস্টিন বলেন, যুক্তরাষ্ট্র চীনের অত্যাধুনিক অস্ত্র উন্নয়নের প্রতি গভীর নজর রাখছেI
(রিপোর্টের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স মাধ্যম থেকে পাওয়া)