বাংলাদেশে শিশু অধিকার বিষয়ে ইমরানুল হক চৌধুরির মূল্যায়ন

Bangladeshi children smile at Savar village, on the outskirts of Dhaka, Bangladesh, Friday, Sept. 30, 2005. Bangladesh observed National Girl Child Day Friday. (AP Photo/Pavel Rahman)

বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করছে, এমন ১৪টি সংগঠনের কোয়ালিশন বলেছে, দেশের শিশুদের অধিকাংশই তাদের অধিকার থেকে বঞ্চিত। এই শিশুরা একদিকে যেমন স্কুল থেকে ঝরে পড়ছে, তেমনি জড়িয়ে পড়ছে নানা ধরনের ঝুঁকিপূর্ণ কাজে।

শিশুদের অধিকার, তাদের সমস্যা এবং তার প্রতিকার নিয়ে কথা বলেছেন, Child Rights Governance Assembly’র সভাপতি ইমরানুল হক চৌধুরি।

আর তাঁর বক্তব্যসহ এই প্রতিবেদনটি পাঠিয়েছেন, ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

জহুরুল আলমের রিপোর্ট