বাংলাদেশে শিশু নির্যাতন অব্যাহত রয়েছে যখন রোববারও এক শিশুকে তার নিয়োগকর্তা চেখের ভুরু
কামিয়ে দেয় এবং মাথার চুল এবড়ো থেবড়ো করে কেটে দেয়। অন্য দিকে একইদিনে ক্ষমতাসীন দলের
দুই প্রতিপক্ষ গ্রুপের গোলা গুলিতে এক শিশুর হাতে গুলি লাগলে সে আহত হয়। ঘটনা দুটি ঘটেছে
যথাক্রমে জয়পুরহাট ও কুমিল্লা জেলা শহরে।
দেশে শিশু নির্যাতন, হত্যা ও ধর্ষণের মত ঘটনা সাম্প্রতিক কালে বৃদ্ধি পাচ্ছে এবং এবিষয়ে প্রায় প্রতিদিনই
সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে খবর প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। এ নীয়ে সারাদেশে সমালোচনার ঝড় বইছে।
কি কারণে ও কারা এসকল শিশু নির্যাতনের জন্য দায়ী এবং এ থেকে উত্তরণের কি উপায় সে বিষয়ে ভয়েস অব
আমেরিকার এ সংবাদদাতার প্রশ্নের উত্তর দিয়েছেন শিশু অধিকার ফোরামের পরিচালক আব্দুস শহিদ মাহমুদ।
বিস্তারিত শুনুন
জহুরুল আলম
ঢ।কা, বাংলাদেশ।
Your browser doesn’t support HTML5