কোভিড-১৯ আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের সময়সীমা কমানোর সুপারিশ করলো যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র  

মাস্ক পরে ক্যালিফোর্নিয়ায় ডিজনিল্যান্ড সফর করছেন দর্শনার্থীরা। ২৭শে ডিসেম্বর ২০২১। (ছবি- এপি)

যাদের করোনাভাইরাস হয়েছে তাদের আলাদা থাকার বাধ্যবাধকতা ১০ দিন থেকে ৫ দিনে নামিয়ে এনেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা। একইভাবে আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের কর্মকর্তারা বলছেন তথ্য প্রমাণ এটাই বলে যে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পাওয়ার আগের দুইদিন এবং পরের তিনদিন হচ্ছে সবচেয়ে সংক্রামক আর নতুন নির্দেশনা এসব প্রমাণের সাথে সংগতিপূর্ণ। সাম্প্রতিক সময়ে ওমিক্রনের কারণে কোভিড-১৯ এর নতুন ঢেউ আসায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিক গবেষণায় দেখা যাচ্ছে ওমিক্রন, করোনাভাইরাসের আগের প্রকরণের তুলনায় মানুষকে কম অসুস্থ করতে পারে। তবে যে পরিমাণে মানুষ এতে সংক্রমিত হচ্ছে এবং সেই কারণে তাদেরকে যেভাবে বিচ্ছিন্ন বা কোয়ারেন্টাইনে থাকতে হবে তাতে হাসপাতাল, এয়ারলাইন্স, এবং অন্যান্য ব্যবসা খোলা রাখা মুস্কিল হয়ে উঠবে। সিডিসি পরিচালক রশেল ওয়ালেন্সকি বলেছেন যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ওমিক্রনের সংক্রমণ ঘটতে চলেছে। সোমবার এপির সঙ্গে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আক্রান্ত সবার অবস্থা যে খারাপ হবে তা নয়। মূলত এগুলো অনেক ক্ষেত্রেই এটা উপসর্গবিহীন হবে”। তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে, কোনও না কোনও উপায় রয়েছে যার মাধ্যমে আমরা বিজ্ঞান অনুসরণ করে সমাজকে চালু রাখতে পারি”। সিডিসি এখন সব মানুষের জন্যে আইসলেশন এবং কোয়ারেন্টাইনের বিধিমালা পরিবর্তন করছে, সহজ করতে যাচ্ছে। তবে সেই বিধিমালা বাধ্যতামূলক নয়, চাকরিদাতা, রাজ্য এবং স্থানীয় কর্মকর্তাদের জন্যে পরামর্শ। আইসোলেশন আইসোলেশন বিধি তাদের জন্যে যারা আক্রান্ত। যারা টিকা নেননি, আংশিক টিকা নিয়েছেন, সম্পূর্ণ টিকা নিয়েছেন অথবা বুস্টার নিয়েছেন তাদের জন্যে একই নিয়ম। সিডিসির বিধি অনুযায়ী, যেদিন থেকে আপনি পজিটিভ সেদিন থেকে আইসোলেশন শুরু। আক্রান্ত ব্যক্তি ৫ দিন আইসোলেশনে থাকবেন, আগে যা ছিল ১০ দিন। ​

কোয়ারেন্টাইন

কোয়ারেন্টাইন আইন প্রযোজ্য তাদের জন্যে যারা কোনও সংক্রমিত ব্যক্তির খুব কাছাকাছি ছিলেন কিন্তু সংক্রমিত নন।

কোয়ারেন্টাইন শুরু হবে সেদিন থেকে যেদিন থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি ঐ ভাইরাসের সংস্পর্শে এসে থাকতে পারেন। পাঁচ দিন পর আইসোলেশন এবং কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে আসা ঝুঁকিমুক্ত নয়। অনেকেই প্রথম লক্ষণ দেখেই পরীক্ষা করান। অনেক অ্যামেরিকান অন্যান্য কারণে পরীক্ষা করান। অনেকেই পরীক্ষা করান নিশ্চিত হতে যে তিনি পরিবারের অন্যান্যের সঙ্গে দেখা করা বা কাজে যেতে পারবেন কিনা। তার মানে টেস্ট পসিটিভ হলেই একজন মানুষ নিশ্চিত হতে পারেন না ঠিক কখন তিনি সংক্রমিত হয়েছেন। ওয়ালেন্সকি বলেন, এজন্য সিডিসি বিধিমালার গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাস্ক পরা।