আজকের কল ইন শো ‘ হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ঢাকা শহরে জলাবদ্ধতা এবং বিবিধ সমস্যা ।
ঢাকা শহরকে সাধারণ ভাবে বর্ণনা করার জন্য যে বিশেষণ টি প্রয়োগ করা হয় , তা হলো সমস্যাজর্জিরত । যানজট সমস্যা , পয়ঃনিস্কাশন সমস্যা , ফুটপাথে অবৈধ ব্যবসার সমস্যা , আবর্জনার স্তুপ জমা হওয়ার সমস্যা এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ঢাকায় জলাবদ্ধতার সমস্যা যা আমরা বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করছি। বিষয়টি বিশেষ করে আবারও সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে ঢাকায় মূষল ধারে বৃষ্টির কারণে। অনেকেই বলছেন স্বল্প সময়ের ভারি বৃষ্টিপাতে ঢাকার জণসাধারণকে যে দূর্ভোগ পোহাতেই তাতেই প্রশ্ন উঠছে অনেক।
আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন , ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক । রয়েছেন ঢাকা নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান , ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ড নজরুল ইসলাম । আরও আছেন Bangladesh Environment Lawyer’s Association ‘এর প্রধান নির্বাহী , বিশিষ্ট পরিবেশবিদ রিজওয়ানা হাসান।
শ্রোতাদের সরাসরি জিজ্ঞাসার জবাব দেবেন এই বিশেষজ্ঞ প্যানেল।
Your browser doesn’t support HTML5