আল জাজিরার তিন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে মিশরের আদালত

মিশরের একটি আদালত নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড দলকে সহযোগিতা করার অভিযোগে আল-জাজিরার তিন সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। কায়রোর আদালত শনিবার ঐ রায় ঘোষণা করেন।

বিচারক হাসান ফরিদ রায় ঘোষণার সময় বলেন, ঐ তিন সাংবাদিকদের কাছে কিছু জিনিষ পাওয়া যায় যা তারা নিরাপত্তা বাহিনীর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেখে ছিল।
বিচারক তার রায়ে আরও বলেন, সাংবাদিকরা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে এবং যে আবাসিক হোটেলে তারা থাকতেন সখান থেকে তারা অনুমতি ছাড়া সম্প্রচার করতেন।
আল জাজিরা মিডিয়া নেট ওয়ার্কের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তফা সৌয়াগ এক বিবৃতিতে বলেন আজকের রায় যুক্তি এবং সাধারণ বিচার বিবেচনাকে ও হার মানিয়েছে।