বার্মা রাখাইন প্রদেশে ডক্টরস উইথআউট বর্ডারসকে কাজ করার অনুমতি দেবে না



বার্মার কর্তৃপক্ষ বলছে, তারা সমস্যা জর্জরিত রাখাইন প্রদেশে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডক্টরস উইথআউট বর্ডারসকে তাদের কাজ চালানোর অনুমতি দেবে না। ঐ প্রদেশে রাষ্ট্রবিহীন রোহিংগাসহ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় বাস করে।

প্রেসিডেন্টের মুখপাত্র ইউ ইয়া হটুট মায়ানমার ফ্রিডম সংবাদপত্রে শুক্রবার বলেন, “মেমোরান্ডাম অফ আন্ডারষ্টেনডিং”-এর অধিনে সরকার ঐ সংস্থার কাজ করার পার্মিটের মেয়াদ বাড়ানোর অনুমতি দেবে না। তারা বলছে দলটির কাজে স্বচ্ছতার অভাব রয়েছে।

মুখপাত্র ডক্টোরস ইউথআউট বর্ডারসের গত মাসের রিপোর্টের সমালোচনা করেছেন। ঐ রিপোর্টে বলা হয়েছে, রাখাইন প্রদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত একটি অঞ্চলে সহিংসতায় ৪০জনেরও বেশি রোহিংগার নিহত হয়েছে। বর্মী সরকার জোর দিচ্ছেন যে সেখানে একজন বৌদ্ধ পুলিশও নিহত হয়েছে।

এ ব্যাপারে ডক্টরস উইথআউট বর্ডারসের পক্ষ থেকে তাতক্ষনিক ভাবে কোন মন্তব্য করা হয়নি।