বার্মার কর্তৃপক্ষ বলছে, তারা সমস্যা জর্জরিত রাখাইন প্রদেশে আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডক্টরস উইথআউট বর্ডারসকে তাদের কাজ চালানোর অনুমতি দেবে না। ঐ প্রদেশে রাষ্ট্রবিহীন রোহিংগাসহ সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় বাস করে।
প্রেসিডেন্টের মুখপাত্র ইউ ইয়া হটুট মায়ানমার ফ্রিডম সংবাদপত্রে শুক্রবার বলেন, “মেমোরান্ডাম অফ আন্ডারষ্টেনডিং”-এর অধিনে সরকার ঐ সংস্থার কাজ করার পার্মিটের মেয়াদ বাড়ানোর অনুমতি দেবে না। তারা বলছে দলটির কাজে স্বচ্ছতার অভাব রয়েছে।
মুখপাত্র ডক্টোরস ইউথআউট বর্ডারসের গত মাসের রিপোর্টের সমালোচনা করেছেন। ঐ রিপোর্টে বলা হয়েছে, রাখাইন প্রদেশের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত একটি অঞ্চলে সহিংসতায় ৪০জনেরও বেশি রোহিংগার নিহত হয়েছে। বর্মী সরকার জোর দিচ্ছেন যে সেখানে একজন বৌদ্ধ পুলিশও নিহত হয়েছে।
এ ব্যাপারে ডক্টরস উইথআউট বর্ডারসের পক্ষ থেকে তাতক্ষনিক ভাবে কোন মন্তব্য করা হয়নি।