নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি বলছেন যে বোকো হারাম জঙ্গি গোষ্ঠিকে মোকাবিলা করার জন্য একটি আঞ্চলিক টাস্ক ফোর্স এ মাসের শেষ নাগাদ চালু করা হবে।
মঙ্গলবার ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মি বুহারি বলেন যে নাইজেরিয়া এই টাস্ক ফোর্সের নের্তত্ব দেবে । নাইজেরিয়ার প্রতিবেশি রাষ্ট্রগুলোর কাছ থেকে আসা সৈন্যদের জঙ্গি বিরোধী অভিযানে মোতায়েন করা হবে।
মি বুহারিও নাইজেরিয়ার উত্তরাঞ্চলের লোক যেখানে বোকো হারাম সব চেয়ে বেশি সক্রিয় । তিনি বলেন লড়াইয়ে সাফল্য এসছে তবে আসন্ন কোন বিজয় সম্পর্কে ভবিষ্যদ্বানী দিতে তিনি অস্বীকৃতি জানান।
ভয়েস অফ আমেরিকার পিটার ক্লটিকে তিনি বলেন , “ আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। তা ছাড়া বিশেষ কিছু সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর চাদ , নিজার , নাইজেরিয়া , বেনিন প্রজাতন্ত্র থেকে নেওয়া সৈন্যদের সমন্বয়ে গঠিত এই বহুজাতিক টাস্ক ফোর্স তৎপরতা চালিয়ে যাচ্ছে , সুতরাং এটাই হচ্ছে সমস্যা সমাধানের বাস্তব উপায় । ক্যামেরুনও এই টাস্ক ফোর্সে তার সৈন্য পাঠাচ্ছে । চারদিনের ওয়াশিংটন সফরের মাঝামাঝি পর্যায়ে মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরীর সঙ্গে বৈঠক করেছেন। এর পর তিনি কংগ্রেস সদস্যদের সঙ্গে বৈঠক করবেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত নাইজরিয়ানদের সঙ্গে সাধারণ সভায় মিরীত হবেন।