বিএসএফ ২ জন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে শনিবার ভোরে দুজন গরু ব্যবসায়ী বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বিজিবি জানিয়েছে, জগৎবেড় সীমান্তের মেইন পিলারের কাছে দুই গরু ব্যবসায়ী লিটন মিয়া ও আবদুর রশিদ যাওয়ার পর বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে পত্র দেয়া হয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

Your browser doesn’t support HTML5

বিএসএফ ২ জন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে