বিএসএফের গুলিতে পাঁচজন অনুপ্রবেশকারী নিহত

আজ শনিবার ভোর বেলায় ভারতের পাঞ্জাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে কিছু অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাঁচজন মারা যায়। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিএসএফের একজন অফিসার জানিয়েছেন, বছর দশেকের মধ্যে একই জায়গায় কোনও সংঘর্ষে এতজন পাকিস্তানি জঙ্গি মারা যায়নি। বিএসএফকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল শেষ রাতের দিকে পাঞ্জাবের তরন তারন জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কিছু লোকের চলাফেরা টের পাওয়া যায়। তৎক্ষণাৎ বিএসএফের টহলদার বাহিনী সতর্ক হয়ে যায়, কিন্তু লম্বা ঘাসের আড়ালে থাকায় তখনই অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া যায়নি। ভোরের আলো ফোটার পর দেখা যায় জনা পাঁচেক লোক গুঁড়ি মেরে এগিয়ে আসছে। বিএসএফ গুলি চালালে তারাও পাল্টা গুলি চালায়, বিএসএফের গুলিতে পাঁচজন পাকিস্তানি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। তাদের কাছে একটি এ কে ফরটিসেভেন রাইফেল, দুটো বেরেটা পিস্তল ও বেশকিছু গোলাবারুদ পাওয়া গিয়েছে। সেই সঙ্গে পাওয়া গিয়েছে কিছু বেআইনি মাদক জাতীয় দ্রব্য, যেগুলো বিএসএফের অনুমান, এখানে বিক্রি করে তারা টাকা পাওয়ার আশা করেছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের ৩৩০০ কিলোমিটার সীমান্ত রয়েছে রাজস্থান, জম্মু, গুজরাত ও পাঞ্জাবে। শুধু পাঞ্জাবের সঙ্গেই ৫৫৩ কিলোমিটার সীমান্ত। বিএসএফ জানাচ্ছে ইদানিংকালে পাকিস্তানের দিক থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা বেড়ে গিয়েছে। তবে সীমান্তরক্ষী বাহিনীও সবসময় সতর্ক থাকছে।

Your browser doesn’t support HTML5

বিএসএফের গুলিতে পাঁচজন অনুপ্রবেশকারী নিহত