আফগানিস্তানে আকস্মিক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ অঘষোতিভাবে আফগানিস্তান সফরে গেছেন। তার এই সফরের লক্ষ্য হচ্ছে তালিবানের সঙ্গে শান্তি আলোচনায় উৎসাহ প্রদান এবং কাবুল সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন দান।

মি ক্যামেরন আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে ব্রিটিশ সামরিক ঘাটি পরিদর্শন করেন এবং পরে রাজধানীতে ফিরে এসে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর এই সফরের আগেই কাবুলের মধ্যাঞ্চলে তালিবানের নির্লজ্জ আক্রমণ এই আশা ভেঙ্গে দেয় যে সেখানে যুদ্ধের অবসান ঘটেছে। গোটা দেশে সরকারী এবং আন্তর্জাতিক বাহিনীর ওপর রয়ে রয়ে আক্রমণের জন্যে তালিবানকেই দায়ী করা হয়। আফগান সরকারের প্রতিবাদের মুখে যুক্তরাষ্ট্র ও তালিবান মুখপাত্রের মধ্যে এ সপ্তার গোড়ার দিকে যে বৈঠক হবার কথা ছিল সেটি বাতিল করে দেয়া হয়। জুন মাসের মাঝামাঝি দিকে প্রেসিডেন্ট কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনা বাতিল করেন এবং শান্তি প্রতিক্রিয়া পুরোপুরি বর্জন করার হুমকি দেন।
প্রধানমন্ত্রী ক্যামেরন আজ দিনে আরও পরের দিকে ইসলামাবাদ যাচ্ছেন সেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সঙ্গে আলাপ আলোচনা করবেন।