হিথ্রো বিমান বন্দরের কাছে ড্রোন উড়িয়ে প্রতিবাদের পরিকল্পনা

জলবায়ু পরিবর্তন পক্ষ সমর্থনকারী সক্রিয়বাদীরা লন্ডনের হিথ্রো বিমান বন্দরের কাছে ড্রোন উড়িয়ে বিমান চালাচলে বিঘ্ন সৃষ্টির পরিকল্পনা করা সত্ত্বেও শুক্রবার বিমান বন্দরের কাজকর্ম স্বাভাবিক ছিল। হিথ্রো বিমানবন্দর ব্রিটেনের সর্ববৃহৎ এবং বিমান চলাচলের প্রধান কেন্দ্রস্থল।
“হিথ্রো পজ” নামের সক্রিয়বাদী একটি দল বিমান বন্দরের ৫ কিলোমিটারের মধ্যে ড্রোন উড়িয়ে বিমান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। এদের লক্ষ্য ছিল সরকারকে ব্যাপক কার্বন নির্গমন কমানোর জন্য দ্রুত পদক্ষেপে গ্রহণে বাধ্য করানো।
শুক্রবার রয়টারের রিপোর্টে বলা হয়েছে, ড্রোন না উড়ানো এবং বিমান বন্দরেরকর্মকাণ্ড স্বাভাবিক থাকায় সক্রিয়াবাদীদের ঐ প্রচেষ্টা কোণঠাসা হয়ে পড়ে।