প্রিন্স উইলিয়ামের সন্তানসম্ভবা স্ত্রী কেইটের মা হওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।

বৃটেনের রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রিন্স উইলিয়ামের সন্তানসম্ভবা স্ত্রী কেইট হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন তাঁর মা হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।
কর্মকর্তারা আরো বলেছেন, সোমবার সকাল ৬টায়, কেইট ও উইলিয়াম, লন্ডনের কেন্দ্রস্থলে সেইন্ট মেরি হাসপাতালে পৌঁছোন। তাঁর সপ্তাহান্ত কেন্সিংটন প্রাসাদে কাটান।
নতুন আইন অনুযায়ী, এই সন্তান, ছেলে বা মেয়ে যাই হোক, ভবিষ্যতে বৃটেনের রাজা বা রাণীর পদে অধিষ্ঠিত হবে।
শত শত বছর ধরে, উত্তরাধিকারের ক্ষেত্রে পুরুষ সন্তান, নারী সন্তানের তুলনায় প্রাধান্য পেয়ে আসছিলো।