হংকংয়ের জনগণকে রাজনৈতিক আশ্রয় দেবার অনুরোধ বৃটেনের 

বৃটেন তার মিত্রদেশ, অস্ট্রেলিয়া,কানাডা, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের প্রতি হংকংয়ের জনগণের সহায়তায় এগিয়ে আসবার অনুরোধ জানিয়েছে ,যদি তাদেরকে হংকং ত্যাগে বাধ্য করা হয় I বৃটেন জানিয়েছে যে ৩০ লক্ষ হংকংয়ের জনগণকে তারা নাগরিকত্ব দিতে পারে I

অস্ট্রেলিয়ার বর্তমান মানবিক কার্যক্রমের অধীনে, হংকংয়ে যারা রাজনৈতিক দমনের শিকার,তারা নিরাপত্তামূলক আশ্রয় চাইতে পারেন I ক্যানবেরায় বহু সরকারি আইন প্রণেতা, হংকংয়ের প্রতিবাদকারীদের ওপর চীনের দমন অভিযানের তীব্র বিরোধিতা করেছেন I

২০১৫ সালে জরুরি ভিসা প্রদানের আওতায় অস্ট্রেলিয়া,১২০০ সিরীয় শরণার্থীদের সে দেশে আশ্রয় দিয়েছিল I