৪৭টি স্বল্প উন্নত দেশের পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাওয়া অব্যাহত থাকবে

বাংলাদেশসহ ৪৭টি স্বল্প উন্নত দেশের পণ্য ব্রেক্সিট প্রক্রিয়া শেষে ব্রিটেনের বাজারে শুল্ক মুক্ত সুবিধা পাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।

ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগ এবং পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে এ সিদ্ধান্তের ফলে নিন্ম এবং নিন্ম মধ্যম আয়ের দেশগুলো উপকৃত হবে। বিবৃতিতে বলা হয় ব্রিটিশ আমদানি কারকরা ব্রেক্সিট উত্তর সময়েও এ সকল দরিদ্র দেশগুলো থেকে তৈরি পোশাক ও শাকসবজির মত পণ্য শূন্য শুল্কে আমদানি করতে পারবেন। এতে বলা হয় ব্রিটিশ সরকারের এই উদার বাণিজ্য নিতি স্বল্প উন্নত দেশ সমূহের উন্নয়নে অবদান রাখবে। ব্রিটেনের এ সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডেভলাপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ ড.আবু ইউসুফ ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তের ফলে ব্রেক্সিট উত্তর সময়ে ব্রিটেনে বাংলাদেশী পন্যের শুল্ক মুক্ত সুবিধা থাকবে কিনা সে সম্পর্কে যে সংশয় ছিল তার অবসান ঘটল।

উল্লেখ্য, ২০১৯ সালে ব্রিটেন এ সকল দেশ থেকে ৮০০ কোটি পাউন্ড স্টারলিং মূল্যের বস্ত্র ও তৈরি পোশাক আমদানি করেছে।

Your browser doesn’t support HTML5

৪৭টি স্বল্প উন্নত দেশের পণ্য শুল্ক মুক্ত সুবিধা পাওয়া অব্যাহত থাকবে