বানিজ্যিক ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে ভারতে শুরু হয়েছে BRICS সম্মেলন

বানিজ্যিক ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্য নিয়ে পশ্চিম ভারতের গোয়ায় শুরু হয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিন এশিয়ার জোট BRICS এর সম্মেলন।

আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদী এবং BRICS জোটের অন্যান্য সদস্যগুলোর রাষ্ট্র প্রধানরা যোগ দিচ্ছেন সম্মেলনে। আছেন ব্রাজিলের মিশেল টেমার, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং এবং দক্ষিন এশিয়ার জ্যাকব জুমা। উদ্বোধনী অনুষ্ঠানে তারা আশা পোষন করেছেন এই জোট সাইবার নিরাপত্তা, সন্ত্রাস প্রতিরোধ এবং জ্বালানী নিরাপত্তায় সহযোগিতার ভিত্তিতে কাজ করবেন।

এই ৫টি দেশ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের প্রতিনিত্ব করে; আর বিশ্ব অর্থনীতির প্রায় সিকিভাগ তাদের নিয়ন্ত্রণে যার পরিমান ১৬.৬ ট্রিলিয়ন ডলার।

BRICS সম্মলনের আগে চীন, জোটভূক্ত দেশগুলোর মধ্যে মুক্ত বানিজ্য অঞ্চল সৃষ্টির প্রস্তাব দিয়েছিল; তবে চীনা পন্যে সয়লাব হয়ে যাওয়ার আশংকায় অন্যেরা তা গ্রহণ করেনি।