ব্রাজিলে রুসেফের বিরুদ্ধে অভিশংসন বিচারে তিনি সেনেটে ভাষণ দেন

Brazil Political Crisis: Brazil's suspended President Dilma Rousseff speaks at her own impeachment trial, in Brasilia, Brazil, Monday, Aug. 29, 2016.

ব্রাজিলের প্রেসিডেন্ট পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত ডিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন বিচারে, সাক্ষ্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন, যে তিনি সরকারি হিসেব পত্র পরিবর্তন করেছেন।

৬৮ বছর বয়স্ক বামপন্থী নেত্রী রুসেফ সোমবার সেনেটে ভাষণ দেওয়ার সময় বলেন “ আমার বিরুদ্ধে অন্যায় ভাবে যে অভিযোগ করা হয়, আমি সেই সব অপরাধ করিনি।”

রুসেফের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে বাজেটের ঘাটতি ঢাকার জন্য তিনি অবৈধ ভাবে ঋণ নিয়েছেন।