বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়ায় নির্বাচন পরবর্তী কর্মীদের সাথে মতবিনিময়সভা করেছেন। এসময় তিনি নির্বাচন এবং সরকারের সমালোচনা করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পথে বুধবার দুপুরে বগুড়ার একটি হোটেল যাত্রা বিরতি করেন। তিনি বগুড়া সদর উপজেলার বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারকে অনৈতিক অবৈধ উল্লেখ করে বলেন, সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কমিশনকে মানুষের কাছে আস্থা হারা করেছে। মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ভিপি সাইফুল সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান, মাফতুন আহম্মেদ খান রুবেল।
প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া
Your browser doesn’t support HTML5