৪-১ গোলের বিরাট জয় নিয়ে আর্জেন্টিনা দ্বিতীয় ধাপে এগিযে গেল

৪-১ গোলের বিরাট জয় নিয়ে আর্জেন্টিনা দ্বিতীয় ধাপে এগিযে গেল

বিশ্বকাপের মাঠে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলায় চমক ছিল। বিশ্বজুড়ে দর্শক ভক্তরা দারুণ উপভোগ করেছেন আর্জেন্টিনার ৪ ঃ ১ গোলে বিজয়ের এই খেলা। এই খেলায় হ্যাটট্রিক করেছে আর্জেন্টিনার ফরওয়ার্ড গনজালো হিগুইন। স্টেডিয়ামে মেসির যাদু উপভোগ করেছেন তিরাশি হাজার একশো তিয়াত্তরজন উচ্ছসিত ফুটবল দর্শক। দিনের দ্বিতীয় ম্যাচে জিতেছে গ্রীস নাইজেরিয়াকে ২ – ১ গোলে হারিয়ে।