প্রেসিডেন্ট বাইডেনের ইউরোপ সফর ১০ই জুন থেকে 

বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন, তাঁর দায়িত্ব গ্রহণের পর, প্রথম বিদেশ সফরে প্রথম ইউরোপ সফর করবেন ১০ই জুন থেকেI তিনি ১০ থেকে ১৬ই জুনের এই সফরে যুক্তরাজ্য, বেলজিয়াম ও সুইজারল্যান্ডের নেতাদের সঙ্গে মিলিত হবেনI

হোয়াইট হাউসের মুখপাত্রী, জেন সাকি বলেন, তাঁর সফরে গুরুত্ব পাবে আমাদের মৈত্রী পুনঃগঠনের, আন্ত:অতলান্তিক সম্পর্ক পুনরুজ্জীবিত করা সহ, বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবেলায় এবং আমাদের স্বার্থ উন্নয়নে আমাদের মিত্র ও বহুজাতিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিI

বৃটেনে প্রেসিডেন্ট বাইডেন ১০ই জুন, প্রধানমন্ত্রী, বরিস জনসনের সঙ্গে মিলিত হচ্ছেন এবং পরে ৩দিনের জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেনI ১৩ তারিখে ব্রাসেলস যাওয়ার আগে রানী এলিজাবেথের সঙ্গে মিলিত হবেনI

ব্রাসেলসে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেনI এবং সফরের শেষ ভাগে তিনি জিনিভায় ১৬ই জুন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেনI