ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল :বাইডেনের নতুন আদেশ স্বাক্ষর

executive order

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যার ফলে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিধিনিষেধ সম্বলিত অভিবাসন নীতিগুলো বাতিল করা হচ্ছে এবং এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকান সীমান্তে পরিবারের সেই সব সদস্যদের পুনর্মিলন যাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। এই আদেশ স্বাক্ষর করার সময় বাইডেন বলেন , “ আমি কোন নতুন আইন তৈরি করছি না , আমি কেবল বাজে নীতিগুলো বাদ দিচ্ছি”। প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার কয়েক ঘন্টার মধ্যেই তিনি ট্রাম্পের আমলে ষোলো শ’ কোটি ডলার ব্যয়ে সীমান্তে দেয়াল নির্মাণ বন্ধ করেন এবং সূদুর প্রবাসী অভিবাসন প্রস্তাব কংগ্রেসের কাছে পাঠান যেখানে আইন প্রণেতারা দীর্ঘদিন ধরে এ নিয়ে অচলাবস্থায় রয়েছেন । উদারপন্থিরা চাইছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিষয়টি সহজতর করা হোক এবং রক্ষনশীলরা বেআইনি অভিবাসন থামানোর চেষ্টা করছেন।

বাইডেনের তাত্ক্ষণিক মনযোগটা হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকোর সঙ্গে ৩১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত যেখানে ট্রাম্প মেক্সিকো, হন্ডুরাস, এল সালভাদর এবং গুয়াতেমালা থেকে আসা হাজার হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়ে আঁটকে রাখার চেষ্টা করেছিলেন। বাইডেনের স্বাক্ষরিত আদেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ৬০০ অভিবাসী শিশুদের তাদের বাবা -মা র সঙ্গে মিলিত করানোর জন্য একটি টাস্ক ফোর্স গঠন। কর্মকর্তারা বলছেন এই প্রচেষ্টায় ফার্স্ট লেডি জিল বাইডেন সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে । এদিকে সেনেট জো বাইডেনের মনোনীত স্বদেশ সুরক্ষা মন্ত্রী পদে আলেয়ান্দ্রো মায়োরকাসকে অনুমোদন দিয়েছে।