শনিবার প্রেসিডেন্ট বাইডেন গত সপ্তাহে, আফগানিস্তানের উদ্ধার তৎপরতায় ৩০০০ সেনা অনুমোদনের পর, আরো অতিরিক্ত ১০০০ সেনা অনুমোদন করেছেনI তালিবানের রাজধানী প্রবেশের আগে, এসব সেনা যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের উদ্ধারে সহায়তা দেবেI বাইডেনের এই ঘোষণা আসে, যখন, গত সপ্তাহে ৩৪টি প্রাদেশিক রাজধানীর ২৫টি তালিবানের দখলে চলে যায়I
চমকপ্রদ অভিযান চালিয়ে শনিবার, তারা উত্তরাঞ্চলীয় চতুর্থ সর্ববৃহৎ শহর মাজার এ শরীফ, জালালাবাদ ও কাবুলের বাইরে কতগুলি শহর দখল করে নেয়I তাদের অগ্রাভিযান, কাবুলের ওপর অত্যাসন্ন হামলার আশংকা বৃদ্ধি করেছে, যখন পশ্চিমি দেশগুলি তাদের নাগরিকদের সরিয়ে নিতে এখন হিমশিম খাচ্ছেI
হোয়াইট হাউজ থেকে বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেনের উক্তি দিয়ে বলা হয়, তিনি বলেছেন, আমরা দোহায় তালিবান প্রতিনিধিদের জানিয়েছি, তাদের তরফে এমন কোন পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের কোনো সদস্য বা মিশনের প্রতি হুমকি হতে পারে, তা দ্রুততা এবং শক্ত যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিরোধের মুখে পড়বেI
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবারের মধ্যে ৫০০০ আমেরিকান সেনা কাবুলে এসে পৌঁছাবেI প্রেসিডেন্ট বাইডেন, উদ্ধার মিশনে যোগ দিতে ৩০০০ সেনাদের নির্দেশ দিয়েছেনI এর মধ্যে ১০০০ সেনা ইতিমধ্যেই কাবুলে এসে পৌঁছেছেI শনিবার, ৮২তম এয়ারবর্ন থেকে যুক্ত হচ্ছে অতিরিক্ত আরো ১০০০ সেনাI