যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণের পর পরই প্যারিসের জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তনের কথা বলেন এবং জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার কথা্ উল্লেখ করেন । আগামি ২২ শে এপ্রিল , ধরিত্রী দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন সম্পর্কে যে ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেনে জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি। এ সব প্রসঙ্গ নিয়েই কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপিকা , ড, আমেসা মোহসিন । আর তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
Your browser doesn’t support HTML5
ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ