‘কোয়াড’ শীর্ষ বৈঠকের আগে বাইডেন-মোদী বৈঠক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউজের ওভাল অফিসে আলোচনায় মিলিত হন, ২৪শে সেপ্টেম্বর, ২০২১, ছবি এভেলিন হোকস্টেইন/রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ‘কোয়াড’ বা চার জাতিগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে সরাসরি মোদী এবং জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের প্রাক্কালে শুক্রবার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিলিত হনI

বাইডেন ও মোদী ছাড়াও চার জাতির নিরাপত্তা সংলাপ এই কোয়াড জোটের বৈঠকে থাকছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগাI

এসব নেতা, যারা মার্চ মাসে ভার্চুয়াল সম্মেলনে মিলিত হয়েছিলেন, শুক্রবার দিনের শেষে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বর্ধিত শক্তির মুখে সম্পর্ক জোরদার করা সহ নানাবিধ বিষয়ে আলোচনায় মিলিত হবেনI

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক বিবৃতিতে বলেন, “কোয়াড জোটের নেতারা সম্পর্ক আরো নিবিড় করা এবং কভিড-১৯'র বিরুদ্ধে অভিযান, জলবায়ু সঙ্কট , উন্নততর প্রযুক্তি ও সাইবারস্পেস প্রযুক্তিতে অংশীদারিত্ব ও অবাধ ও মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ার লক্ষ্যে মনোযোগ নিবদ্ধ করবেনI

প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ব্যক্তিগতভাবে মিলিত হওয়ার আগে, মোদী সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক সম্প্রসারণের বীজ বপন করা হয়েছে, যা বিশ্বের সকল দেশের জন্য হবে একটি পরিবর্তনের যুগ বা অধ্যায়I

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ২০০৬ সালে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ভারত বিশ্বে সবচাইতে নিকট দুটি দেশ হতে চলেছেI তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক হবে শক্তিশালী, নিবিড় ও মজবুত, এবং আমি আশাবাদী যে তা পুরো বিশ্বের কল্যাণে আসবে"I