হোয়াইট হাউজের কর্মকর্তারা জানান, রবিবার রোমে জি-২০ সম্মেলনের পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছেI যদিও ওয়াশিংটন ও আঙ্কারা'র মধ্যে বেশ উত্তেজনা ও কৌশলগত উত্তেজনা বিরাজ করছেI
বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের জানান, তুরস্কের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়তে এবং মতানৈক্য দূর করার যথাযত পন্থা খুঁজে পেতে, প্রেসিডেন্ট তাঁর ইচ্ছার কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছেনI
কর্মকর্তা জানান তাদের আলোচনায় অন্তর্ভুক্ত ছিল আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, দক্ষিণ ককাস, জলবায়ু পরিবর্তন,মানবাধিকার প্রসঙ্গ এবং যুক্তরাষ্ট্রের এফ-১৬ জঙ্গি বিমান কেনার অনুরোধের মত বিষয়I
কর্মকর্তা জানান, জঙ্গি বিমান ক্রয়ের ব্যাপারে, বাইডেন অত্যন্ত পরিষ্কার যে বর্তমানে নেয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি ভেবে দেখা হচ্ছেI
২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রাশিয়ার এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য,পেন্টাগন তুরস্ককে এফ-৩৫ বিমান ক্রয় থেকে বাদ দিয়ে দেয়I আঙ্কারা এখন লকহিড মার্টিনের প্রস্তুতকৃত ৪০টি এফ-১৬ জঙ্গি বিমান এবং তাদের বর্তমান বিমান বাহিনীর জঙ্গি বিমানের জন্য ৮০টি আধুনিকায়ন কিট সরঞ্জাম কিনতে আগ্রহীI
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বাইডেন প্রশাসনকে তুরস্কের কাছে এফ-১৬ বিমান বিক্রয় না করার অনুরোধ জানিয়েছেনI তাদের কথায়, "আঙ্কারা শত্রুর মত আচরণ করেছে"I
সেন্টার ফর স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে ইউরোপ, রাশিয়া ও ইউরেশিয়া প্রোগ্রাম বিষয়ে উপ-পরিচালক,রেইচেল এলেহুস বলেন, "একটি নেটো মিত্রের কাছ থেকে কোন আচরণ কতটুকু গ্রহণযোগ্য বা গ্রহণযোগ্য নয়, তুরষ্ককে সেই বার্তা দিতে এই বৈঠক বাইডেনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ"I