জলবায়ু সম্মেলনে একাত্মতা প্রকাশের জন্য বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ 

প্রেসিডেন্ট জো বাইডেন, বিশ্বনেতাদের জলবায়ু বিষয়ে একাত্মতা প্রকাশের জন্য সাধুবাদ এবং তাদেরকে প্রতিশ্রুতি পালনের অনুরোধ জানানI সমাপ্তি টেনে প্রেসিডেন্ট বাইডেন, ৪০জন নেতার উদ্দেশ্যে বলেন, আমাদের প্রতিশ্রুতিকে অবশ্যই বাস্তবে রূপ দিতে হবেI

প্রেসিডেন্ট বাইডেন সম্মেলনে ২০৩০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৫০ থেকে ৫২% কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, যদিও বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক কারণে সেই লক্ষ্য হাসিল নাও সম্ভব হতে পারেI তবে এই উদ্যোগকে স্বাগত জানানI

জলবায়ু বিষয়ে বিশেষ দূত, জন কেরি বলেন, ২০১৫ সালের প্যারিস চুক্তিতে ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়নের যে লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল, বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ এখন, সে ব্যাপারে ব্যবস্থা নিতে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেI