কভিড ১৯ মোকবিলায় বিদেশী নির্ভরশীলতার সমালোচনা হলো বাইডেনের প্রচারে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পদপ্রার্থি জো বাইডেনের নির্বাচনী প্রচারাভিযানের পক্ষ  থেকে বলা হয় যে করোনাভাইরাস মোকাবিলার জন্য অত্যন্ত প্রয়োজনী সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র খুব বেশি বিদেশি উৎসগুলোর উপর নির্ভরশীল। তাঁরা প্রতিশ্রুতি দেন যে এ জাতীয় উৎপাদন তাঁরা নিজেদের দেশেই ফিরিয়ে আনবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পদপ্রার্থি জো বাইডেনের নির্বাচনী প্রচারাভিযানের পক্ষ থেকে বলা হয় যে করোনাভাইরাস মোকাবিলার জন্য অত্যন্ত প্রয়োজনী সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র খুব বেশি বিদেশি উৎসগুলোর উপর নির্ভরশীল। তাঁরা প্রতিশ্রুতি দেন যে এ জাতীয় উৎপাদন তাঁরা নিজেদের দেশেই ফিরিয়ে আনবেন। বাইডেনের নির্বাচনী প্রচার অভিযানের একজন শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার সংবাদদাতাদের জানান প্রেসিডেন্ট ট্রাম্পে অধীনে আমাদের সরবরাহের ধারা অনেক কম নিরাপদ। কর্মকর্তাটি বলেন বাইডেন মনে করেন চিকিৎসা সামগ্রীসহ জ্বালানি প্রযুক্তি, বৈদ্যূতিন সাজ সরঞ্জাম টেলিযোগাযোগ ও কম্পিউটার সম্পর্কিত অনেক জিনিষপত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্র অনেক বেশি নির্ভর করছে বিদেশী প্রস্তুতকারীদের উপর ।

বাইডেনের নির্বাচনী প্রচারকারীরা বলছেন নভেম্বরের নির্বাচনে জয় লাভ করলে তাঁর পরিকল্পনা হচ্ছে নির্বাচিত হবার প্রথম ১০০ দিনেই তিনি যুক্তরাষ্ট্রের সরবরাহ চেইনের পর্যালোচনা করবেন এবং জরুরি উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিরক্ষা উৎপাদন আইন ব্যবহার করবেন। তাঁরা আরও বলছেন যে কভিড ১৯ এর টীকা আবিস্কৃত হলে এর উৎপাদন এবং ব্যাপক বিতরণের পরিকল্পনা তাঁদের রয়েছে যদি জানুয়ারিতে বাইডেন নির্বাচিত হন। পেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলছেন যে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে , যখন বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট তখনই যুক্তরাষ্ট্রের সরবরাহের ধারাকে দূর্বল করে দেয়া হয়। তবে বাইডেনের প্রচার অভিযানকারীরা যুক্তরাষ্ট্রকে বিপদজনক ভাবে চীন ও রাশিয়ার মতো বিদেশী সরবরাহকারীদের উপর নির্ভরশীল করার জন্য ট্রাম্পের নীতির সমালোচনা করেন।