ইউক্রেনকে অব্যাহত সাহায্যের আশ্বাস দিলেন প্রেসিডেন্ট বাইডেন

প্রেসিডেন্ট বাইডেন ওভাল অফিসে উক্রেইনের প্রেসিডেন্ট জিলেন্সকির সঙ্গে বৈঠকে মিলিত হন, ১লা সেপ্টেম্বর, ২০২১, ফটো ইভান ভূচ্চি-এপি

বুধবার, হোয়াইট হাউজে আলোচনার সময়, প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট, ভ্লোদোমির জিলেন্সকিকে আশ্বস্ত করে বলেন যে, যুক্তরাষ্ট্র, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হুমকির মুখে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেI

আলোচনার শুরুতে, প্রেসিডেন্ট বাইডেন বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ উক্রেইনকে যুক্তরাষ্ট্র কি ভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে তারা আলোচনা করবেনI উক্রেইনে গণতন্ত্রের উত্তরণ ঘটছে এবং দেশটি ইউরোপের সঙ্গেও একীভূত হয়েছেI প্রেসিডেন্ট জিলেন্সকি বলেন, তাদের আলোচনায় নিরাপত্তা বিষয়গুলি সবচেয়ে বেশি প্রাধান্য পাবেI

কংগ্রেশনাল উক্রেইন ককাসও মঙ্গলবার, প্রেসিডেন্ট জিলেন্সকি'র সঙ্গে মিলিত হন, যেমন মিলিত হন, প্রতিরক্ষামন্ত্রী, লয়েড অস্টিনI প্রতিরক্ষামন্ত্রী অস্টিন, উক্রেইনের ৩০ বছরের স্বাধীনতা পূর্তিতে প্রেসিডেন্ট জিলেন্সকিকে অভিনন্দন জানান এবং রুশ আগ্রাসনের মুখে উক্রেইনের স্বাধীনতার স্বপক্ষে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেনI

২০১৪ সালে, মস্কো একতরফাভাবে উক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপটি কুক্ষিগত করার পর, পূর্বাঞ্চলীয় উক্রেইনে রুশ-পন্থী বিদ্রোহীদের সঙ্গে কিয়েভ সেনাদের যুদ্ধ শুরু হয়I বাইডেন প্রশাসনের এক উর্ধতন কর্মকর্তা জানান, বাইডেন প্রশাসন, গত সপ্তাহে কংগ্রেসকে উক্রেইনের নিরাপত্তা সহায়তা বাবদ, অতিরিক্ত ৬ কোটি ডলার নিরাপত্তা সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করে, যার আওতায় তাদেরকে মিসাইল ও অন্যান্য প্রাণঘাতী ও প্রাণঘাতী নয় এমন প্রতিরক্ষা যুদ্ধাস্ত্র সরবরাহ করা হবেI

//এই রিপোর্টটি গ্রন্থনায় সহায়তা করেছেন মিরোস্লাভা গঙ্গাদজে//