শুক্রবারও ভোট গণনা অব্যাহত রয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো
বাইডেন পেনসিলভেনিয়ায় অতি সামান্য ব্যবধানে এবং জর্জিয়াতে চার হাজারের ও বেশী ভোটে এগিয়ে
রয়েছেন। বলা হচ্ছে, বাইডেন খুব শক্ত অবস্থানে রয়েছেন।
ওদিকে, ট্রাম্পের প্রচারণা দল ফলাফল নিয়ে বিতর্ক অব্যাহত রেখেছে।
শুক্রবার এক বিবৃতিতে বলেছে, “এই নির্বাচন শেষ হযনি, যেসব রাজ্যগুলোতে
ব্যবধান কম সেগুলোতে পুনরায় ভোট গণনা করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প
বিজয়ী হবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা দল ভোট জালিয়াতি এবং অনিয়মের
অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
বাইডেন এই মুহূর্তে জনপ্রিয় ভোটে ২৫৩-২১৪ ইলেকটোরাল ভোটে এগিয়ে
আছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতিতে জনপ্রিয় ভোট বিজয়ী মেইন ও নেব্রাস্কা
ছাড়া বাকি সব রাজ্যের ইলেকটোরাল ভোট পাবেন।
জর্জিয়ার ১৬টি ও পেনসিলভেনিয়ার ২০টি ইলেকটোরাল ভোট জয় করলে
জো বাইডেন সর্বমোট ২৯৯টি ইলেকটোরাল ভোট পাবেন যা যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবার জন্য প্রয়োজনীয় ২৭০ ভোটের বেশী।
বাইডেন এই মুহূর্তে অ্যারিজোনা ও নেভাডাতেও এগিয়ে রয়েছেন এবং
ঐ দুটি রাজ্যতেও তিনি যদি জিতে যান তাহলে তার সর্বমোট ইলেকটোরাল
ভোট দাঁড়াবে ৩১৬।