বেলারুশে বিতর্কিত প্রেসিডেনশিয়াল নির্বাচনের বিরুদ্ধে জনগণ রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেনI হাজার হাজার শ্রমিক শিল্প কারখানার বাইরে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানI বিতর্কিত এই নির্বাচন, সেখানকার ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো'র মেয়াদ আরো এক দফা বৃদ্ধি করলোI
রাজধানী মিনস্কে মহিলারা সাদা পোশাক পরে, ফুল আর প্রতিকৃতি নিয়ে বিক্ষোভে, যাদের আটক করা হয়েছে, তাদের প্রতি সংহতি ব্যক্ত করেনI বেলারুশে প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন ও নির্বাচন পরবর্তী প্রায় ৭০০০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং শত শত লোক আহত হয়েছেনI