বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ বলছেন, করোনা সংক্রমণের সময়কাল এবং এর পরবর্তী সময়ের যে বিপাক ও বিপন্নতা, বিশেষ করে যে বড় ধরনের অর্থনৈতিক সংকটের জন্ম দিচ্ছে ও দিতে পারে তা বাংলাদেশে জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রবাদকে ব্যাপকহারে বাড়িয়ে তুলতে এবং জঙ্গিবাদ পুনরুত্থানের ব্যাপক সম্ভাবনার সৃষ্টি করতে পারে।
তারা বলেছেন, ২০১৬ সালের ১ জুলাইয়ের হলি আর্টিজান জঙ্গি হামলার পরে যেসব ছোট-বড় অভিযান এবং নানাবিধ উদ্যোগ কর্তৃপক্ষীয়ভাবে নেয়া হচ্ছে এবং হয়েছে তাতে জঙ্গিবাদকে সমূলে উৎপাটন বা বিনাশ করা গেছে- এমনটা মনে করার কোন কারণ নেই। বিশেষজ্ঞগণ মনে করেন, করোনাকালের সংকটের মধ্যে এবং অর্থনৈতিক বিপন্নতারকালকে জঙ্গিরা কাজে লাগায় এবং বাংলাদেশেও এমনটি যে ঘটছে না- তা বলা যাবে না। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীও জঙ্গিবাদ পুনরুত্থানকে বিপদজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও গবেষক অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
তিনি বর্তমান চলমান সময়কালকে জঙ্গিবাদ পুনরুত্থানের বিস্তারের সময়কাল বা ব্রিডিং পিরিয়ড বলে মনে করেন।
বিশেষজ্ঞ এবং বিশ্লেষকগণ মনে করেন, সরকারসহ সংশ্লিষ্ট সকলকে করোনাকালীন ও পরবর্তীতে জঙ্গিবাদের উত্থান যাতে না ঘটতে পারে সে লক্ষ্যে সদা-সর্বদা সজাগ থাকতে হবে। প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে এখনই।
Your browser doesn’t support HTML5