ওমানের আল আমেরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় স্কটল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে গেলো বাংলাদেশ।
টসে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ দল। ক্রিস গ্রিভসের অনবদ্য ব্যাটিং এ ২০ ওভারে ৯ উইকেটে স্কটল্যান্ড ১৪০ রান সংগ্রহ করে।
স্কটল্যান্ডের ১৪০ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান করে।
স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস ২৮ বলে ৪৫ রান করে দলকে বড়ো সংগ্রহের দিকে নিতে সাহায্য করেন। এছাড়া চমৎকার বোলিং নৈপুণ্যে দুটি উইকেট নেন তিনি। পেস বোলার ব্র্যাড হুইল ২৪ রান দিয়ে নেন ৩টি উইকেট।
স্কটল্যান্ডের জর্জ মুঞ্জি ২৩ বলে ২৯ রান ও মার্ক ওয়াট ১৭ বলে ২২ রান করেন। বাংলাদেশের মেহেদি হাসান ১৯ রান দিয়ে ৩ উইকেট, সাকিব আল হাসান ১৭ রান দিয়ে ২ উইকেট এবং মুস্তাফিজুর রাহমান ৩২ রান দিয়ে ২ উইকেট নেন।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ৩৬ বলে ৩৮ রান, মাহমুদুল্লাহ ২২ বলে ২৩ রান এবং সাকিব আল হাসান ২৮ বলে ২০ রান সংগ্রহ করেন।
উদ্বোধনী খেলায় এই হারের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্যে টি-টুয়েন্টির সুপার-১২ এ ওঠার চ্যালেঞ্জ শক্ত হয়ে উঠল।