ভারতে নাগরিকত্ব সংশোধন বিল পাসে হতাশ বাংলাদেশের সংখ্যালঘুরা

ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সে দেশের নাগরিকত্ব সংশোধন বিল পাস হয়েছে। এই বিল অনুযায়ী- বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের যে সব সংখ্যালঘু অত্যাচারিত হয়ে ২০১৪ সাল পর্যন্ত ভারতে গিয়েছেন, তাদের ভারতে নাগরিকত্ব দেয়া হবে। বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায় এ বিল পাসে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশের সংখ্যালঘুদের সর্বোচ্চ সংগঠন ’বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদে’র সাধারণ সম্পাদক এ্যডভোকেট রানা দাসগুপ্ত ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, ভারতীয় পার্লামেন্টে এই বিল পাসের মাধ্যমে বরং বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীরা আরো উৎসাহিত হবে। তিনি ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারতীয় নাগরিক পঞ্জি করার উদ্যোগেরও সমালোচনা করেন।

এ্যডভোকেট রানা দাসগুপ্ত মঙ্গলবার ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তিনি মনে করেন, সাম্প্রদায়িকতার সমস্যা, সমাধান সম্ভব নয়- সাম্প্রদায়িকতার মাধ্যমে। ধর্মীয় বিভাজন সৃষ্টি করে কোন সমস্যার কোন সমাধান কখনোই সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।