বাংলাদেশ সরকার করোনা ভাইরাস প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হয়েছে: অভিযোগ বিএনপি'র

করোনা ভাইরাস প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা এবং জনসচেতনতা তৈরিতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার ঢাকায় বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বরং ব্যস্ত ছিল মুজিববর্ষ পালনের ডামাডোলে।


গত বেশ কয়েকদিন ঐ শংকার কথা বলা হলেও সরকারের কোন উদ্যোগ ছিল না এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণার দাবি জানিয়েছেন। বিএনপি করোনা ভাইরাসের কারণে বুধবার তাদের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী বাতিল ঘোষণা করেছে।


এদিকে, পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে। আর বিদেশী অতিথিদের চিঠি দিয়ে সার্বিক পরিস্থিতি আগেই জানানো হয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।