বাংলাদেশের সকল বিমান ও স্থল বন্দরে যাত্রীদের স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের যে কোনও দেশ থেকে বাংলাদেশে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শনিবার জানিয়েছে।

চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এতদিন শুধু চীন থেকে আসা ব্যক্তিদের পরীক্ষা করা হতো। স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তারা বলেছেন, চীন ছাড়াও আরো কয়েকটি দেশে একজনের দেহ থেকে আরেকজনের দেহে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং এ কারণে দেশের সকল বিমানবন্দর এবং স্থল বন্দরে আসা সব যাত্রীকেই স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে। এই ব্যবস্থা এটা সকল দেশের এবং যাত্রীর ক্ষেত্রেই শুরু হয়েছে বলে জানিয়ে তাঁরা বলেন এতে ভীত হওয়ার কিছু নাই। যাত্রীদের গায়ের তাপমাত্রা মাপার জন্য যে বন্দরে থার্মাল স্ক্যানার নাই, সেখানে ইনফ্রারেড হ্যান্ডহেল্ড স্ক্যানার ব্যাবহার করা হচ্ছে।


কর্মকর্তারা জানান বিমানবন্দরে যাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যাওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের একটি কার্ড পূরণ করতে হবে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।