বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। দুর্নীতির ধারণাসূচকে বাংলাদেশের অবস্থানে সামান্য পরিবর্তন হলেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। সূচকের ঊর্ধ্বক্রম অনুযায়ী বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬ নম্বরে। গত বছর এ অবস্থান ছিল ১৪৯ নম্বরে। বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার এক ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ১৪ তম। দুর্নীতির ধারণার সূচকে বাংলাদশ এবারো গত বছরের মতো স্কোর পেয়েছে ২৬। এই বাস্তবতায় আজকের আলাপন "ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন এবং বাংলাদেশের দুর্নীতি"।
আজকে অতিথি ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক ও আমাদের সময় ডট কম এর সম্পাদক নাইমুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।
Your browser doesn’t support HTML5