বাংলাদেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আলোচিত স্কুলছাত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলার রায়ে ৩ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।
এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক বলেন, মামলার সাক্ষী-প্রমাণসহ আদালতে দীর্ঘ শুনানি শেষে সন্দেহাতীতভাবে দোষ প্রমাণিত হওয়ায় বিচারক তিন আসামিকে মৃত্যুদন্ড, আট আসামিকে পাঁচ বছর করে কারাদন্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে অপহরণ করা হয় গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকারের ছেলে আশিকুর রহমান সাম্যকে। পরদিন একটি কমিউনিটি সেন্টারের সেপটিক ট্যাংক থেকে সাম্যের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
Your browser doesn’t support HTML5