সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার প্রবণতা বেড়েছে

মিয়ানমার সংক্রান্ত জাতিসংঘের একটি তদন্ত দলের এক সদস্য দেশটির রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর দখলকৃত ইউরোপের বন্দীশিবিরের সঙ্গে তুলনা করেছেন ।

লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় মিয়ানমার সেনাবাহিনীর অপরাধ তদন্তে গঠিত জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সদস্য ক্রিস্টোফার সিদোতি এমন মন্তব্য করেছেনে বলে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে তাকে উদ্ধৃত করে প্রকাশিত খবরে নলা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার প্রবণতা বেড়েছে বলে উল্লেখ করে তিনি বলেন রাখাইনের মধ্যাঞ্চলে অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত এক লাখ ২৮ হাজার রোহিঙ্গাদের ক্যাম্পগুলো যেন একেকটি কনসেন্ট্রেশন ক্যাম্প।

পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে সিদোতি বলেন ওই ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দখলে থাকা ইউরোপে কনসেন্ট্রেশন ক্যাম্পে বসবাস করা ।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট