খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার ঢাকায় দলীয় সদরদফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা।

তবে পুলিশ সকাল থেকে বিএনপির কার্যালয় ঘিরে রাখায় তাঁরা পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল করতে পারেন নাই। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করণে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলায় প্রহসনের বিচার করে খালেদা জিয়াকে দুই বছর ধরে জেলে আটক করে রাখা হয়েছে। তিনি অবিলম্বে বিএনপি প্রধানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন জনগনের ম্যান্ডেট বিহীন বর্তমান সরকার মনে করে নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থাকবে। পৃথিবীতে নির্যাতনকারিরা কেউ টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ১০-১২ জন নেতাকর্মীকে পুলিশ আটক করা ছাড়াও বিএনপি সদরদফতরের আশপাশে চলাচলকারীদের তল্লাশি করেছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট