একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের কার্যক্রম মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে শেষ হয়েছে এবং আদালত ৬ই জানুয়ারি রায়ের দিন ধার্য করেছে ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আপিলের কার্যক্রম শেষে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন নিজামী কোন মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না।
তিনি বলেন পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করে তাদের সমর্থন দিয়েছিলেন তার মক্কেল। তাই এসব অপরাধে শাস্তি না দেয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন তিনি।
তবে, এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, নিজামী কোনভাবেই বুদ্ধিজীবী হত্যার দায় এড়াতে পারেন না।
Your browser doesn’t support HTML5