বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য যুক্তরাষ্ট্রের এক লাখ ডলারের সহায়তা ঘোষণা

বন্যা মোকাবেলায় বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র ও তার জনগণ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এক লাখ ডলার দেবে। শনিবার বাংলাদেশের কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এই ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।


যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারী উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় রবার্ট মিলার বলেন, বন্যা মোকাবেলায় বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টায় সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র ও তার জনগণ ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এক লাখ ডলার দেবে। এতে এক হাজার ২০০ পরিবারের চার হাজার ৯০০ জন সহায়তা পাবে।

ত্রাণ বিতরণের আগে চরাঞ্চলের বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন রাষ্ট্রদূত। এসময় এই চরাঞ্চলের শতাধিক পরিবারকে নগদ চার হাজার ৫০০ টাকা, গৃহস্থালি সামগ্রী এবং মহিলা ও কিশোরী মেয়েদের স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন।

এখানে ১০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে নগদ সাড়ে পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন। ঢাকা থেকে নাসরিন হুদা বিথী এবং বগুড়া থেকে প্রতীক ওমরের রিপোর্ট।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে নাসরিন হুদা বিথী'র রিপোর্ট।