জাতিসংঘ দিবস এবং জাতিসংঘের ৭০তম বার্ষিকী উদযাপনের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি ঢাকায় বাতিল করা হয়েছে। জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী দফতর থেকে ই-মেইল বার্তা ও অন্য মাধ্যমে ওই অনুষ্ঠান বাতিলের কথা আমন্ত্রিত কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয় আমন্ত্রিতদের জানিয়ে দেয়া হয়।
বাতিলের কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, দু’জন বিদেশী নাগরিক নিহত হওয়ার প্রেক্ষাপটে উদ্ভূদ সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সহায়ক মনে না করার কারণেই ওই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমী দেশগুলো মনে করছে, জঙ্গী হামলার বিশ্বাসযোগ্য ও সত্যিকার অর্থেই হুমকি আছে। বহু দেশ তাদের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
২৫ অক্টোবর জাতিসংঘের অনুষ্ঠানটি ঢাকার গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানের জন্য সব আয়োজন প্রায় সম্পন্ন করা হচ্ছিল। জাতিসংঘ দিবসসহ অন্যান্য কিছু অনুষ্ঠানও জাপান, স্পেনসহ কয়েকটি দেশ বাতিল করে দিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।
Your browser doesn’t support HTML5