বাংলাদেশের সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৃটেনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক। একই সঙ্গে তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ উদ্যোগকে স্বাগত জানান।
রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে হাই কমিশনার নির্বাচন এবং সংলাপ প্রশ্নে বৃটিশ সরকারের অবস্থান তুলে ধরেন। বৈঠক শেষে হাই কমিশনার গণমাধ্যমের মুখোমুখি হন। পরে পররাষ্ট্র মন্ত্রীও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং ক্রমাগত উন্নতির মধ্য দিয়ে ২০৪১ সালের মধ্যে পূর্ণাঙ্গভাবে ‘উন্নত রাষ্ট্র’ হওয়ার যে লক্ষ্যগুলো বাংলাদেশ নির্ধারণ করেছে তা অর্জনে যুক্তরাজ্য সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে। অবশ্য ব্লেক এটাও বলেন, চূড়ান্ত লক্ষ্য অর্জনে বাংলাদেশকে আরো অনেক কাজ করতে হবে।
বৃটিশ দূতের কাছে প্রশ্ন ছিল মন্ত্রীর সঙ্গে আলোচনায় লন্ডনে থাকা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে সুনির্দিষ্টভাবে কী কথা হয়েছে? বিষয়টি আদৌ আলোচনায় এসেছিল কি-না? জবাবে তিনি বিস্তারিত বা সরাসরি কোন মন্তব্য না করে বলেন, আমরা দুই দেশের সম্পর্কের সব বিষয়েই কথা বলেছি। এর অল্প পরে অবশ্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে আইন মন্ত্রণালয় কাজ করছে।
এক প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, ৩০শে ডিসেম্বরের নির্বাচনের পরে বৃটিশ ফরেন অফিস মিনিস্টার যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় দূত হিসাবে তিনি সেটি পূনরায় শেয়ার করেছেন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড নির্বাচনের পরপরই এক বিবৃতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানান। তিনি বলেন, ঐ নির্বাচনে যে সব অনিয়মের বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে তার স্বচ্ছ তদন্ত চায় বৃটেন। হাই কমিশনার রোববার এটি স্মরণ করে বলেন, তার দেশ আশাবাদী ঐ তদন্ত দ্রুত সম্পন্ন হবে।
Your browser doesn’t support HTML5