দুই বিদেশী নাগরিক হত্যার পটভূমিতে যে সব দেশ ভ্রমণ সতর্কতা জারি করেছিল তা প্রত্যাহার করে নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই সংবাদদাতাকে বলেন, দুটি হত্যাকান্ডের পেছনে আইএস জড়িত তার কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই তাদের ভ্রমণ সতর্কতা প্রত্যাহার করে নেয়া উচিত।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ইতালি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ভ্রমণ সতর্কতা দিয়েছিল। সতর্কতার পর পর অনেক বিদেশী নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন। বাতিল হয়ে যায় গার্মেন্ট বায়ারদের নির্ধারিত ঢাকা বৈঠক। তিনটি বিদ্যুত কেন্দ্র ছেড়ে চলে যান ৪২ জন স্প্যানিশ নাগরিক।
দেশে পর্যটক আসা অনেকটা কমে যায়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ঢাকা সফর স্থগিত হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেছেন, বিদেশী নাগরিক হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের কেউ ছাড় পাবে না।
ওদিকে জাপানি নাগরিক হোসি কুনি ও’র লাশ মঙ্গলবার রংপুরে কড়া নিরাপত্তায় দাফন করা হয়।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
Your browser doesn’t support HTML5